পোশাক নিয়ে মন্তব্য : নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে যা বললেন মোশারফ করিম
পোশাক নিয়ে মন্তব্য : নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে যা বললেন মোশারফ করিম
সম্প্রতি একটি টিভি শো-তে পোশাক নিয়ে মন্তব্য করে সমালোচনায় পড়েছেন মোশাররফ করিম। এ প্রসঙ্গে দুঃখ প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেতা।
‘জাগো বাংলাদেশ’ নামের একটি অনুষ্ঠান সঞ্চালনা করছেন মোশাররফ করিম, যার সাম্প্রতিক পর্বের আলোচনার বিষয় ছিল ধর্ষণ। সেখানেই চলে আসে পোশাক প্রসঙ্গটি। কারণ, অনেক সময়ই ধর্ষণের শিকার নারীর পোশাক নিয়ে প্রশ্ন তোলা হয়।
অনুষ্ঠানটি প্রচারের পর অনেকেই অভিনেতার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানান অভিযোগ আনেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সেই অনুষ্ঠানের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে।
তবে সমালোচনা আর বাড়তে দিলেন না মোশাররফ করিম। দুঃখ প্রকাশ করলেন ভেরিফায়েড ফেসবুক পেজে, নিজের অবস্থান পরিষ্কারও করেন তিনি।
‘হালদা’ অভিনেতা লেখেন, ‘চ্যানেল ২৪-এর আমার উপস্থাপিত একটি অনুষ্ঠানের একটি অংশে আমার কথায় অনেকে আহত হয়েছেন। আমি অত্যন্ত দুঃখিত। আমি যা বলতে চেয়েছি তা হয়ত পরিষ্কার হয়নি।’
মোশাররফ করিম আরো বলেন, ‘আমি পোশাকের শালীনতায় বিশ্বাসী। এবং তার প্রয়োজন আছে। এই কথাটি সেখানে প্রকাশ পায়নি। ধর্মীয় অনুভূতিতে আঘাত করা আমার অভিপ্রায় না। এ ভুল অনিচ্ছাকৃত। আমি অত্যন্ত দুঃখিত। দয়া করে সবাই ক্ষমা করবেন।’
যুক্তরাষ্ট্রের আলোচিত টিভি শো ‘টেডএক্স’ ও ভারতের ‘সত্যমেভ জয়তে’ থেকে অনুপ্রেরণা নিয়ে নির্মিত হয়েছে ‘জাগো বাংলাদেশ’। চ্যানেল টোয়েন্টিফোরে প্রচার হয় শনিবার রাত সাড়ে ৮টায়।
ইতোমধ্যে ‘জাগো বাংলাদেশ’-এর ১৩টি পর্ব ধারণ করা হয়েছে। বিষয়ের মধ্যে রয়েছে নারী নির্যাতন, শিশু ধর্ষণ, অটিজম, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা, মেয়েদের ঋতুকালীন সমস্যা, যানজট, বৃহন্নলা ও পরিবেশদূষণ।
অনুষ্ঠানটি পরিচালনা করছেন আরিফ এ আহনাফ।
এ কেমন সাজ?
রোমান্টিক ও নানা মেজাজের নাটকে দর্শক দেখেছেন শবনম ফারিয়াকে। বেশিরভাগ ক্ষেত্রেই কম বয়সী লুকে দেখা গেছে তাকে। এবার তাকে নিতে হয়েছে বৃদ্ধার গেটআপ। স্বাধীনতা দিবসকে সামনে রেখে নির্মিত হয়েছে নাটক ‘তোমার ভয় নেই মা’। এখানে মুক্তিযুদ্ধ সময়কার ভয়াবহ দিনের স্মৃতি বয়ে বেড়ানো এক মাকে দেখা যাবে। আর সেই চরিত্রে আছেন শবনম ফারিয়া।
‘তোমার ভয় নেই মা’ পরিচালনা করেছেন সাইদুর রহমান রাসেল।
নাটকটিতে ফারিয়ার বিপরীতে আছেন রওনক হাসান। তাকে দেখা যাবে মুক্তিযোদ্ধার ভূমিকায়। রাজাকার হয়েছেন রাশেদ মামুন অপু।
১৯৭১ থেকে ২০১৮ অনেকটা সময়। কিন্তু সেই ৭১’এর কিছু স্মৃতি বয়ে বেড়াচ্ছেন একজন নারী। সেই গল্প ফুটে ওঠেছে নাটকে।
শবনম ফারিয়া বললেন, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক একটি গল্পের নাটক এটি। একজন মুক্তিযোদ্ধার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। কাজ করে তৃপ্তি পেয়েছি। আশা করছি দর্শকের ভালো লাগবে এটি।’

নির্মাতা জানান, ২৬ মার্চ রাতে বাংলাভিশনে প্রচার হবে ‘তোমার ভয় নেই মা’।
![]() |
সম্প্রতি একটি টিভি শো-তে পোশাক নিয়ে মন্তব্য করে সমালোচনায় পড়েছেন মোশাররফ করিম। এ প্রসঙ্গে দুঃখ প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেতা।
‘জাগো বাংলাদেশ’ নামের একটি অনুষ্ঠান সঞ্চালনা করছেন মোশাররফ করিম, যার সাম্প্রতিক পর্বের আলোচনার বিষয় ছিল ধর্ষণ। সেখানেই চলে আসে পোশাক প্রসঙ্গটি। কারণ, অনেক সময়ই ধর্ষণের শিকার নারীর পোশাক নিয়ে প্রশ্ন তোলা হয়।
অনুষ্ঠানটি প্রচারের পর অনেকেই অভিনেতার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানান অভিযোগ আনেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সেই অনুষ্ঠানের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে।
তবে সমালোচনা আর বাড়তে দিলেন না মোশাররফ করিম। দুঃখ প্রকাশ করলেন ভেরিফায়েড ফেসবুক পেজে, নিজের অবস্থান পরিষ্কারও করেন তিনি।
‘হালদা’ অভিনেতা লেখেন, ‘চ্যানেল ২৪-এর আমার উপস্থাপিত একটি অনুষ্ঠানের একটি অংশে আমার কথায় অনেকে আহত হয়েছেন। আমি অত্যন্ত দুঃখিত। আমি যা বলতে চেয়েছি তা হয়ত পরিষ্কার হয়নি।’
মোশাররফ করিম আরো বলেন, ‘আমি পোশাকের শালীনতায় বিশ্বাসী। এবং তার প্রয়োজন আছে। এই কথাটি সেখানে প্রকাশ পায়নি। ধর্মীয় অনুভূতিতে আঘাত করা আমার অভিপ্রায় না। এ ভুল অনিচ্ছাকৃত। আমি অত্যন্ত দুঃখিত। দয়া করে সবাই ক্ষমা করবেন।’
যুক্তরাষ্ট্রের আলোচিত টিভি শো ‘টেডএক্স’ ও ভারতের ‘সত্যমেভ জয়তে’ থেকে অনুপ্রেরণা নিয়ে নির্মিত হয়েছে ‘জাগো বাংলাদেশ’। চ্যানেল টোয়েন্টিফোরে প্রচার হয় শনিবার রাত সাড়ে ৮টায়।
ইতোমধ্যে ‘জাগো বাংলাদেশ’-এর ১৩টি পর্ব ধারণ করা হয়েছে। বিষয়ের মধ্যে রয়েছে নারী নির্যাতন, শিশু ধর্ষণ, অটিজম, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা, মেয়েদের ঋতুকালীন সমস্যা, যানজট, বৃহন্নলা ও পরিবেশদূষণ।
অনুষ্ঠানটি পরিচালনা করছেন আরিফ এ আহনাফ।
এ কেমন সাজ?
রোমান্টিক ও নানা মেজাজের নাটকে দর্শক দেখেছেন শবনম ফারিয়াকে। বেশিরভাগ ক্ষেত্রেই কম বয়সী লুকে দেখা গেছে তাকে। এবার তাকে নিতে হয়েছে বৃদ্ধার গেটআপ। স্বাধীনতা দিবসকে সামনে রেখে নির্মিত হয়েছে নাটক ‘তোমার ভয় নেই মা’। এখানে মুক্তিযুদ্ধ সময়কার ভয়াবহ দিনের স্মৃতি বয়ে বেড়ানো এক মাকে দেখা যাবে। আর সেই চরিত্রে আছেন শবনম ফারিয়া।
‘তোমার ভয় নেই মা’ পরিচালনা করেছেন সাইদুর রহমান রাসেল।
নাটকটিতে ফারিয়ার বিপরীতে আছেন রওনক হাসান। তাকে দেখা যাবে মুক্তিযোদ্ধার ভূমিকায়। রাজাকার হয়েছেন রাশেদ মামুন অপু।
১৯৭১ থেকে ২০১৮ অনেকটা সময়। কিন্তু সেই ৭১’এর কিছু স্মৃতি বয়ে বেড়াচ্ছেন একজন নারী। সেই গল্প ফুটে ওঠেছে নাটকে।
শবনম ফারিয়া বললেন, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক একটি গল্পের নাটক এটি। একজন মুক্তিযোদ্ধার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। কাজ করে তৃপ্তি পেয়েছি। আশা করছি দর্শকের ভালো লাগবে এটি।’

নির্মাতা জানান, ২৬ মার্চ রাতে বাংলাভিশনে প্রচার হবে ‘তোমার ভয় নেই মা’।
No comments