মোশারফ করিমের বাড়ী ঘর ভাংচুর করলো ইসলামী সমাজ
মোশারফ করিমের বাড়ী ঘর ভাংচুর করলো ইসলামী সমাজ
মোশারফ করিমের বাড়ী ঘর- চ্যানেল টোয়েন্টি ফোরের একটি রিয়েলিটি শো এর উপস্থাপক জনপ্রিয় টিভি অভিনেতা মোশারফ করিম। কিন্তু উপস্থাপণা করতে গিয়ে তিনি মেয়েদের পোষাক সম্পর্কে বেফাঁশ এবং অনৈতিক একটি মন্তব্য করে বসেন।
তিনি বলেছেন, ধর্ষন এবং মেয়েদের হয়রানীর জন্য পোষাককে কোনো ভাবেই দায়ী করা সম্ভব না। কারণ এটা মনস্তাত্তিক ব্যাপার।
মেয়েদের পোষাক নিয়ে এরকম বক্তব্য বা মেয়েদের আরো বেশি পোষাকের ব্যাপারে বেপরোয়া করে তুলতেই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কি না সেটা নিয়ে সন্দেহ আলেম সমাজের।
মোশারফ করিম অবশ্য হ্মমা চেয়েছেন এই অনাকাঙ্খীত ভুলের জন্য। কিন্তু অনেকের অনুরোধে তাকে লাইভে আসতে বলা হয়েছিলো, কিন্তু তিনি লাইভে না এসে এতো বড়ো ভুলের জন্য কয়েক লাইনের একটি মাত্র স্ট্যাটাস দিয়েই শেষ করেছেন।
যা বাংলা ধর্ম্প্রান মুসলীমরা মানতে পারেনি। এই জন্য কিছু আলেম মিলে মোশারফ করিমেওর গ্রামের বাড়ী ঘেরাও করে, । এবং ভাংচুর শুরু করে।শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ আহত বা নিহত হয় নাই।
মোশারফ করিমকে নাস্তিক এবং ইতিহাসের জঘন্য ব্যাক্তি হিসেবে তাকে বাংলাদেশ থেকে বের করে দেয়ার অনুরোধ জানিয়েছেন অনেকে। কারণ এরকম উস্কাণীদাতারা বভার বার না অযুহাতে উস্কানী দিবেন বলেই মন্তব্য করেছেন অনেকেই।
মোশারফ করিমের বাড়ী ঘর- চ্যানেল টোয়েন্টি ফোরের একটি রিয়েলিটি শো এর উপস্থাপক জনপ্রিয় টিভি অভিনেতা মোশারফ করিম। কিন্তু উপস্থাপণা করতে গিয়ে তিনি মেয়েদের পোষাক সম্পর্কে বেফাঁশ এবং অনৈতিক একটি মন্তব্য করে বসেন।
তিনি বলেছেন, ধর্ষন এবং মেয়েদের হয়রানীর জন্য পোষাককে কোনো ভাবেই দায়ী করা সম্ভব না। কারণ এটা মনস্তাত্তিক ব্যাপার।
মেয়েদের পোষাক নিয়ে এরকম বক্তব্য বা মেয়েদের আরো বেশি পোষাকের ব্যাপারে বেপরোয়া করে তুলতেই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কি না সেটা নিয়ে সন্দেহ আলেম সমাজের।
মোশারফ করিম অবশ্য হ্মমা চেয়েছেন এই অনাকাঙ্খীত ভুলের জন্য। কিন্তু অনেকের অনুরোধে তাকে লাইভে আসতে বলা হয়েছিলো, কিন্তু তিনি লাইভে না এসে এতো বড়ো ভুলের জন্য কয়েক লাইনের একটি মাত্র স্ট্যাটাস দিয়েই শেষ করেছেন।
যা বাংলা ধর্ম্প্রান মুসলীমরা মানতে পারেনি। এই জন্য কিছু আলেম মিলে মোশারফ করিমেওর গ্রামের বাড়ী ঘেরাও করে, । এবং ভাংচুর শুরু করে।শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ আহত বা নিহত হয় নাই।
মোশারফ করিমকে নাস্তিক এবং ইতিহাসের জঘন্য ব্যাক্তি হিসেবে তাকে বাংলাদেশ থেকে বের করে দেয়ার অনুরোধ জানিয়েছেন অনেকে। কারণ এরকম উস্কাণীদাতারা বভার বার না অযুহাতে উস্কানী দিবেন বলেই মন্তব্য করেছেন অনেকেই।
No comments