সোশ্যাল মিডিয়া তোলপাড় করা বলিউড এর ১০টি খারাপ ছবি


সোশ্যাল মিডিয়া তোলপাড় করা বলিউড এর ১০টি খারাপ ছবি যা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ।


অনেকেই ভালবাসেন নিজের পছন্দের তারকাদের, কখনোও বা আইডল (ভক্তির পাত্র) হিসেবেও স্থান দিয়ে দায় । কিন্তু কিছদের অপ্রীতিকর ঘটনা বা তাদের কিছু অসঙ্গত ছবি তাদের ফ্যানদের বিব্রত করে দেয়। যেগুলি ভক্তরা মোটেও মোটেও পছন্দ করে না। আসুন এক নজরে দেখে আসি সারা জাগানো কিছু বিতর্কিত ছবি। আপনাদের এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না

ক্রিস্টিয়ানো রোনালদো ও বিপাশা বসু
বলিউডের জনপ্রিয় আবেদনময়ী অভিনেত্রী বিপাশা বসু । এমন বড়ো তারকাকে দেখে আর লোভ সামলাতে পারলেন না রোলান্দ । রোলান্ডকে জড়িয়ে ধরতেই সোবার সামনেই বিপাশার ঠোঁটে চুমু খেয়ে নিলেন রোনালদো! সেই সময়ে এই মুহূর্ত নিয়ে বলিউডে সারা ফেলে দিয়েছিল। আপনাদের এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না

সিদ্ধার্থ মালিয়া ও ক্যাটরিনা কাইফ
হঠাৎ এক পার্টিতে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সাথে দেখা হয়ে যায় সিদ্ধার্থ’র। তাকে দেখেই জড়িয়ে ধরতে যান তিনি। ক্যাটকে জড়িয়ে ধরার সময় অসাবধানতাবশত ক্যাটরিনার গাউনের ভিতর সে হাত দিয়ে ফেলে । হটাৎ এই অবস্থা কাটিয়ে উঠলেও, এই মুহূর্তটা রয়ে যায় ক্যামেরা বন্দি। আপনাদের এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না
ব্রিটিশ অভিনেতা জন ব্যারউইম্যান ও শাহরুখ খান

শাহরুখের এই ব্রিটিশ অভিনেতাকে চুম্বনের ছবিটি প্রকাশ হয়, ‘জাব তাক হ্যায় জান’ সিনেমার প্রকাশের আগেই. আপনাদের এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না
সাধু বাবা ও শিল্পা শেঠি

একজন সাধু এমন ছবি তুলতে পারে এটা কখনো গ্রহণযোগ্য নয়। তাই এই ছবি নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হয়েছিল এই অভিনেত্রি। আপনাদের এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না
রাখি সাওয়ান্ত ও মিকা
দু বছর আগে এক পার্টিতে মিকা ও রাখি দুজনেই ছিলেন ।পার্টি চলাকালীন মিকা হঠাৎ একরক্ষম জোর করেই চুমু খেয়ে ফেলেন রাখিকে। ব্যস, রাখিকে আর পায় কে?সবগুলো সংবাদমাধ্যমে তিনি গায়ক মিকার এই অসভ্য আচরণের জন্য দায়িত্ব নিয়ে নিন্দা ও বিচারের দাবী জানিয়েছিলন। আপনাদের এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না

টপ ছাড়া মল্লিকার ফটোশুট
টপ ব্যাবহার না করে শুধু গহনা দিয়ে বক্ষ ডেকেছেন । আপনাদের এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না

প্রিয়াঙ্কার বিতর্কিত টি-শার্ট

টি শার্টে লেখা ‘রেফিউজি’, ‘অভিবাসী’ এবং ‘বহির্মুখী’তে দাগ দেওয়া আছে লাল কালীর। অনেকে মনে করেন যাদ্বারা অপমানিত এই অভিবাসীরা। আপনাদের এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না
রণবীর সিং
রণবীর সিং এক মডেলের নিতম্বে লিপস্টিক দিয়ে হার্ট আঁকছেন। ফলে এটি একটি অপ্রীতিকর যৌন ছবি বলে দেখা গিয়েছে। আপনাদের এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না

করিশমা ও অক্ষয় খান্না
এই ছবিটি সম্মন্ধে কিছু বলা সম্ভব নয়। আপনাদের এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না

শক্তি কাপুর ভিনা মালিক

No comments

Featured

All Results BD jsc/ssc/hsc with full marks 2018

Get  all Bangladesh  education board  result , Exam Routine, National University  Result , JSC  Result 2018, PSC  result  2018, SSC  Result...

Theme images by loops7. Powered by Blogger.