হালদা মুভি নিয়ে কিছু কথা এবং রিভিও

"হালদা" দেখলাম।দেখার পিছনে বেশ কয়েকটি কারন আছে।পছন্দের অভিনেতা, অভিনেত্রীরা এই সিনেমায় অভিনয় করেছেন এবং সিনেমাটা তৌকির আহমেদের।
নদীকে ঘিরে কিছু মানুষের বসবাস।তাদের জীবনযাপন।প্রভাবশালীদের আচরণ।ক্ষমতার ব্যবহার,প্রেম এবং শেষ হলো বিয়োগাত্মক পরিণতি দিয়ে।
."হালদা" দেখলাম।দেখার পিছনে বেশ কয়েকটি কারন আছে।পছন্দের অভিনেতা, অভিনেত্রীরা এই সিনেমায় অভিনয় করেছেন এবং সিনেমাটা তৌকির আহমেদের।
নদীকে ঘিরে কিছু মানুষের বসবাস।তাদের জীবনযাপন।প্রভাবশালীদের আচরণ।ক্ষমতার ব্যবহার,প্রেম এবং শেষ হলো বিয়োগাত্মক পরিণতি দিয়ে।
সবচেয়ে ভালো লেগেছে তিশা এবং বাবার ভূমিকায় ফজলুর রহমান বাবুর অভিনয়, অসাধারণ! এই লোকটার অভিনয় প্রথম দেখে মুগ্ধ হয়েছিলাম মনপুরায়।তারপর অজ্ঞাতনামায়।এবার হালদায়।এত জীবন্ত একটা মানুষের অভিনয়!
প্রভাবশালীর চরিত্রে জাহিদ হাসান ছিল পারফেক্ট।মোশাররফ করিমের বেশকিছু এক্সপ্রেশন ছিল দেখার মত।দিলারা জামানের চরিত্রটি কিছু নতুন মাত্রা দিয়েছে।বিশেষ করে তার কিছু ডায়লগ।
"আমার নাম সুরত বানু,আমারে সুরত বইলা ডাকো।আমি কারো মা হইলাম।কারো বউ।একসময় নিজের নামটাই হারায়া গেল" তিশাকে আকুতি নিয়ে বলা এই কথাটা মেয়েদের ক্ষেত্রে বাস্তবিকপক্ষেই সত্যি।
ভাষা বুঝতে বেশ বেগ পেতে হয়েছে।ইংরেজী সাবটাইটেল থাকায় কিছুটা সুবিধা করা গেল।কিন্তু চট্টগ্রামের বাইরের/লেখাপড়া না জানা মানুষদের ভাষা বোঝা কষ্টই হবে।সিনেমার প্রথমভাগ মন্থরগতিতে এগুলেও দ্বিতীয়ভাগে কাহিনীতে গতি ছিল।
চিরকুট থেকে বেরিয়ে এটাই পিন্টু ঘোষের প্রথম সংগীত পরিচালনা।"নোনাজল" গানটির কথা গুলি ভালো ছিল।
নদীপাড়ের মানুষদের জীবনে চাকচিক্য থাকবে না।তাই পোষাক নির্বাচনেও পরিচালক ছিলেন সচেতন।
প্রচারবিমুখ তৌকির আহমেদের সিনেমার বিষয়বস্তুতে নতুনত্ব আছে।কিন্তু সেগুলো বৃহৎগোষ্ঠীর কাছে পৌছাতে প্রযোজকদেরও ভূমিকা পালন করতে হবে।
হালদা একটা গোষ্ঠীর গল্প বলেছে।হালদা নদী রক্ষার কথা বলেছে।হালদা গ্রাম বাংলার প্রেমের কথা বলেছে।বদিদের(মোশাররফ করিম) অসহায়ত্বের কথা বলেছে।হালদা আরো অনেক কিছু বলেছে।সেটা না হয় সিনেমা দেখেই বুঝা যাবে!
সবচেয়ে ভালো লেগেছে তিশা এবং বাবার ভূমিকায় ফজলুর রহমান বাবুর অভিনয়, অসাধারণ! এই লোকটার অভিনয় প্রথম দেখে মুগ্ধ হয়েছিলাম মনপুরায়।তারপর অজ্ঞাতনামায়।এবার হালদায়।এত জীবন্ত একটা মানুষের অভিনয়!
প্রভাবশালীর চরিত্রে জাহিদ হাসান ছিল পারফেক্ট।মোশাররফ করিমের বেশকিছু এক্সপ্রেশন ছিল দেখার মত।দিলারা জামানের চরিত্রটি কিছু নতুন মাত্রা দিয়েছে।বিশেষ করে তার কিছু ডায়লগ।
"আমার নাম সুরত বানু,আমারে সুরত বইলা ডাকো।আমি কারো মা হইলাম।কারো বউ।একসময় নিজের নামটাই হারায়া গেল" তিশাকে আকুতি নিয়ে বলা এই কথাটা মেয়েদের ক্ষেত্রে বাস্তবিকপক্ষেই সত্যি।
ভাষা বুঝতে বেশ বেগ পেতে হয়েছে।ইংরেজী সাবটাইটেল থাকায় কিছুটা সুবিধা করা গেল।কিন্তু চট্টগ্রামের বাইরের/লেখাপড়া না জানা মানুষদের ভাষা বোঝা কষ্টই হবে।সিনেমার প্রথমভাগ মন্থরগতিতে এগুলেও দ্বিতীয়ভাগে কাহিনীতে গতি ছিল।
চিরকুট থেকে বেরিয়ে এটাই পিন্টু ঘোষের প্রথম সংগীত পরিচালনা।"নোনাজল" গানটির কথা গুলি ভালো ছিল।
নদীপাড়ের মানুষদের জীবনে চাকচিক্য থাকবে না।তাই পোষাক নির্বাচনেও পরিচালক ছিলেন সচেতন।
প্রচারবিমুখ তৌকির আহমেদের সিনেমার বিষয়বস্তুতে নতুনত্ব আছে।কিন্তু সেগুলো বৃহৎগোষ্ঠীর কাছে পৌছাতে প্রযোজকদেরও ভূমিকা পালন করতে হবে।
হালদা একটা গোষ্ঠীর গল্প বলেছে।হালদা নদী রক্ষার কথা বলেছে।হালদা গ্রাম বাংলার প্রেমের কথা বলেছে।বদিদের(মোশাররফ করিম) অসহায়ত্বের কথা বলেছে।হালদা আরো অনেক কিছু বলেছে।সেটা না হয় সিনেমা দেখেই বুঝা যাবে!

No comments

Featured

All Results BD jsc/ssc/hsc with full marks 2018

Get  all Bangladesh  education board  result , Exam Routine, National University  Result , JSC  Result 2018, PSC  result  2018, SSC  Result...

Theme images by loops7. Powered by Blogger.