বর্তমান বিশ্ব কর্পোরেট সরকার পদ্ধতি অবলম্বন করছে
আমাদের বর্তমান বিশ্ব কর্পোরেট সরকার পদ্ধতি অবলম্বন করছে।
এখানে আজ ডলারের কাছে মানব বিবেক বিক্রি হয়ে গেছে, এখানে ক্ষমতার কাছে মানব নৈতিকতা হারিয়ে গেছে, এখানে ব্যবসায়ের কাছে মানব শান্তি বিনষ্ট হয়ে গেছে। আমাদের দেশের কথাই ভাবুন না, এখানে সরকারের শাসন ব্যবস্থার কতগুলো স্তর! ডজন খানেক স্তর থাকার পরেও এখানে গরিবের বুকে কষ্ট আর লাঞ্চনার গুলি বিধে। আমাদের সরকার পদ্ধতির যে কয়টা স্তর আছে তার মতো যদি আমাদের আশেপাশের কোনো বিল্ডিংয়ে এতগুলো স্তর প্রয়োগ করেন, তবে ভূমিকম্পের চেয়েও কঠিন দূর্যোগ হয়তো একে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আমাদের শাসন পদ্ধতির স্তর বেধ করে গরিবের রক্ত চুষতে পারে কেবল মানুষ রূপী জোঁক। কারণ আমাদের শাসন কর্তারা যে জোঁকের হর্তাকর্তা! আজ সারা বিশ্বব্যাপী যেন লাশ ঘুম করার ধুম পড়েছে। সাধারণ মানুষগুলো তাদের প্রিয় মানুষদের লাশের ও দেখা পায় না। এগুলোকে মানুষরূপী বনখেকো লুকিয়ে ফেলে। মৃতদের লাশ নিয়ে ব্যবসায় করতেও আমাদের বিবেক সামান্যতম শিহরিত হয় না।...

No comments